ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চলতি মাসেই হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

চলতি মাসেই হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই পারস্পারিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। ভবিষ্যৎ আন্তরাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে এবারের সংলাপে।

সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে, বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

এদিকে, আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

আবা/এসআর/২৫

বাংলাদেশ-পাকিস্তান,সংলাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত