ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শাহবাগে ফুলের দোকানে আগুন

শাহবাগে ফুলের দোকানে আগুন

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। রাত ৯টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন অনেক দোকানিরা।

আবা/এসআর/২৫

শাহবাগ,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত