বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠিতে, তিনি তিন মাসের জন্য শুল্ক স্থগিত করার অনুরোধ করেছেন। সোমবার এই চিঠিটি পাঠানো হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে।
চিঠিতে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমানোর জন্য নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, রোববার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি চিঠি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠাবেন, এবং অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিস (ইউএসটিআর) পাঠাবেন। এই চিঠি দুটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাঠানো হবে।
গত ২ এপ্রিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেন, যার ফলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়।