ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ

দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালনকালে সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) রাতে পুলিশ প্রধান এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সেই নির্দেশনা প্রচার করা হয়।

নির্দেশনায় আইজিপি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেফতার করা হবে। পুলিশ দল বর্তমানে এ নিয়ে কাজ করছে।

আইজিপি বলেন, সরকার কোনো আইনি প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের আড়ালে কোনো অপরাধ আমরা বরদাশত করব না।

এদিকে দেশে যখন বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্মেলন চলছে তখন এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি বলেন, এমন একটি সময়ে যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগের গন্তব্য হিসেবে প্রদর্শন করার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীকে এমন শোচনীয় দৃষ্টান্ত স্থাপন করতে দেখা দুর্ভাগ্যজনক।

এর আগে কর্মসূচি চলাকালে সিলেট, কক্সবাজার, খুলনাসহ দেশের কয়েকটি অঞ্চলে কথিত ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে বাটা জুতা, কেএফসি, পিজ্জা হাটসহ বেশ কিছু প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় জনতা।

আবা/এসআর/২৫

ব্যবসা প্রতিষ্ঠান,হামলাকারী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত