ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পদ্ধতি খুঁজছে নির্বাচন কমিশন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পদ্ধতি খুঁজছে নির্বাচন কমিশন

বিদেশের মাটিতে অবস্থান করা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা, এখন সেই পদ্ধতিই খুঁজছে ইসি।

মঙ্গলবার (৮ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‘ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে সিইসি বলেন, কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুতই ভোটিং পদ্ধতি চালু করা হবে।

এসময় চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। ৪৫৬/+কর্মশালায় অংশ নেন বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন।

প্রবাসী,ভোটাধিকার,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত