৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার সকালে পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পিএসসি চেয়ারম্যান বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’
তিনি বলেন,‘ পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।’
মোবাশ্বের মোনেম বলেন, কমিশনের কাজের গতিশীলতা এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। সময়মতো ফলাফল প্রকাশ এবং পরীক্ষার প্রতিটি ধাপে প্রার্থীদের মানসিক চাপ কমানোর দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে পিএসসি যে গতিতে কাজ করছে, তাতে ভবিষ্যতে বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।