অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত মাছ ধরার নৌকা এফভি কুলসুমার গতিবিধি সন্দেহজনক হলে নজরদারি চালায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’। একপর্যায়ে নৌকাটির গতিরোধ করে নৌবাহিনীর জাহাজ। এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটকৃতদের সবাই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক।
নৌবাহিনী আরও জানায়, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।
আবা/এসআর/২৫