ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি : প্রধান উপদেষ্টা

বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত আট মাস ধরে ক্ষমতায় থাকাকালে অন্তর্বর্তী সরকার দেশে বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে। বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে অতীতে কখনো বিনিয়োগের এত অনুকূল পরিবেশ আর হয়নি।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা একদল চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণের জন্য ঢাকায় এসেছিলেন এই বিনিয়োগকারীরা।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত বিনিয়োগ আবহাওয়া, বাণিজ্য ও শ্রমসংক্রান্ত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং আরও চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কেন্দ্র দেশে স্থানান্তর সহজতর হবে।

গত আট মাস ধরে অন্তর্বতী সরকার বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করছে জানিয়ে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগে এমন অনুকূল পরিবেশ আগে কখনো হয়নি।

এ সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করেন যে, তিনি কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের জন্য একটি ব্রেকফাস্ট মিটিং আয়োজন করবেন যাতে বিনিয়োগসংক্রান্ত যেকোনো উদ্বেগের সমাধান করতে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ দ্রুত ট্র্যাক করতে পারেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম-সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে। বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের ১০ তারিখে কোরিয়ান এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মাসিক প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করবেন। বিডা কর্তৃক এই বৈঠকের আয়োজন করা হলেও প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা শোনার জন্য তাদের কয়েকটিতে যোগ দেবেন।

উক্ত সভায় অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য শক্তি, টেক্সটাইল, মোবাইল টেলিযোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, সরবরাহ এবং আইটি পরিষেবাগুলির মতো খাতের প্রধান বৈশ্বিক কোম্পানির প্রতিনিধিত্বকারী কমপক্ষে ৩০ জন বিশিষ্ট চীনা বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

আবা/এসআর/২৫

বিনিয়োগ,পরিবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত