ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটের ব্যালট ছাপার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে ইসি

ভোটের ব্যালট ছাপার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে তার আগেই ব্যালট ছাপার প্রস্তুতি নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) বৈঠক ডেকেছে কমিশন।

বুধবার (৯ এপ্রিল) ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।

চিঠিতে বলা হয়েছে, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে বিভিন্ন ধরনের নির্বাচনি সামগ্রী মুদ্রণের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় এক সভার আহ্বান করা হয়েছে। ওই সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করবেন। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

সভায় নির্বাচনি কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ; মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ; জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা; সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে চিঠিতে বলা হয়।

ইসি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যেন কোনো প্রকার গাফিলতি না হয়, সে লক্ষ্যে আগেভাগেই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

আবা/এসআর/২৫

ভোট,ব্যালট,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত