ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাধারণ মানুষ চায় এই সরকার আরও পাঁচ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষ চায় এই সরকার আরও পাঁচ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন কারণে পুলিশের যানবাহন সহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি থাকায় অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে তাকে আনার চেষ্টা করা হবে।

আবা/এসআর/২৫

সাধারণ মানুষ,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত