কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। ১০টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। এখন সেগুলো গণনার কাজ চলছে।
চার মাস ১১ দিন পর শনিবার (১২ এপ্রিল) সকালে একে একে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্লাস্টিকের বস্তায় করে টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে গণনার কাজ চলছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এবার রমজানের জন্য দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের বাক্স বাড়ানো হয়েছে।
সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদটির দানসিন্দুক খোলা হয়েছিল। সেদিন ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
আবা/এসআর/২৫