ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছোট-বড় মিছিল

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছোট-বড় মিছিল

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে শুরু করেছে ছোট-বড় অনেকগুলো মিছিল।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত দেখা গেছে। শাহবাগ, দোয়েল চত্বর এবং নীলক্ষেত এলাকা থেকে আগত বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারীদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা, আবার কারও কপালে বাঁধা ফিলিস্তিনের পতাকা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশমুখে মানুষের ভিড় দেখা গেছে। দল বেঁধে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় আসছেন নানা শ্রেণি পেশার মানুষ। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কেউ আসছেন হেঁটে, আবার কেউ আসছেন গাড়িতে, কারও মুখে স্লোগান, আবারও মুখে প্রতিবাদের বিভিন্ন ভাষা।

মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই “মার্চ ফর গাজা” কর্মসূচি।

আবা/এসআর/২৫

মার্চ ফর গাজা,মিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত