ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল

সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন লাখো মানুষ। মিছিলগুলো শাহবাগ দিয়ে, দোয়েল চত্ত্বর দিয়ে এবং নীলক্ষেতের দিক থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হতে দেখা যায়। বেশিরভাগ মানুষের হাতে দেশের ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়।

এ সময় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে দেখা যায় তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন তারা।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’এই কর্মসূচির আয়োজন করেছে । আয়োজকরা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচির সমাপনী সভায় একইমঞ্চে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ফিলিস্তিন,ইসরায়েল,মার্চ ফর গাজা,সোহরাওয়ার্দী উদ্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত