ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। দক্ষিণ এশিয়ার দেশটির এই প্রতিবাদ শিরোনাম হয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।

মার্কিন বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাবেশ করেছে প্রায় লক্ষাধিক বিক্ষোভকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লক্ষ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তারা ফিলিস্তিনের শত শত পতাকা বহন করেছিল এবং ফিলিস্তিন মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল।

তবে আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ ছিলেন। এতে বিএনপিসহ ইসলামী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া, বাংলাদেশের ফিলিস্তিনপন্থি সমাবেশের খবর প্রকাশ হয়েছে টাইমস অব ইসরায়েলেও।

আবা/এসআর/২৫

মার্চ ফর গাজা,আন্তর্জাতিক মিডিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত