১৭ ঘণ্টা পর আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের সরবরাহ শুরু
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২২:১৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার ১৭ ঘণ্টা পর আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রর একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এক বার্তায় জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয়েছে।
সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট, যা সময়ের সঙ্গে বাড়তে থাকবে বলেও জানানো হয়েছে।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডে চাপ বাড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।
আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিটি ৮০০ মেগাওয়াট করে মোট ১৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
আবা/এসআর/২৫