ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ

শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ

আজ রোববার (১৩ এপ্রিল) শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেলে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য কাঠামো প্রকাশ করা হবে।

বিইআরসি জানিয়েছে, যারা ইতিমধ্যে গ্যাস সংযোগ পেয়েছে, তারা আগের নির্ধারিত এই দরেই গ্যাস পাবে। তবে নতুন সংযোগপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

পেট্রোবাংলা এর আগেই প্রস্তাব দিয়েছিল যে, বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভ) জন্য দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা অপরিবর্তিত রেখে, নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত (যাদের সংযোগ অনুমোদিত হয়েছে) গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য বাড়ানো হোক। প্রস্তাবে বলা হয়, প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক গ্যাসের বিল বিদ্যমান দরে, এবং বাকি অর্ধেকের জন্য ৭৫.৭২ টাকা হারে আদায় করা হোক।

আর নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৭৫.৭২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এই প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি বিইআরসি একটি জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিতে পারে। তবে শুনানিতে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা পেট্রোবাংলার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান।

তারা বলেন, বিদ্যমান শিল্প বিদ্যমান দরে, আর নতুন শিল্পের জন্য বাড়তি দাম নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতা তৈরি হবে।

বিশেষ করে শিল্পে দুই ধরনের দাম নির্ধারণের বিষয়টি নিয়ে বেশি সমালোচনা হয়।

আবা/এসআর/২৫

গ্যাস,নতুন দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত