নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)।
এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হন। হতাহতরা সবাই পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকেলে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এসময় তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিজাম উদ্দিন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবির মিয়া নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এছাড়া বিকেলে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামের আরেক কৃষক। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আবা/এসআর/২৫