ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আজ ঢাকায় আসছেন মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

আজ ঢাকায় আসছেন মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

তিন দিনের সফরে আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ পর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর।

মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।

ঢাকা পৌঁছে সফরের শুরুতেই মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তারা, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ নানা ইস্যু আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপর তারা নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রতিনিধিদল সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি সফরের অংশ হতে পারে।

বিশ্লেষকদের মতে, সফরের আলোচনায় উঠে আসবে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের আসন্ন নির্বাচন, এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান। বিশেষ করে, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক আগ্রহের জায়গাগুলোতে ঢাকার অবস্থান নিয়েও মার্কিন কর্মকর্তারা জানতে চাইতে পারেন।

একাধিক কূটনৈতিক সূত্র বলছে, সফরের মূল ফোকাস হতে যাচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট মোকাবেলায় অর্থ সহায়তা হ্রাস করতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সফরের সময় মার্কিন প্রতিনিধিদল এই বার্তা স্পষ্টভাবে দিতে পারে। একই সঙ্গে, মিয়ানমারের নির্বাচনকে কেন্দ্র করে তারা বাংলাদেশকে কূটনৈতিকভাবে পাশে চাওয়ার বার্তাও দিতে পারে।

আবা/এসআর/২৫

ঢাকা,ট্রাম্প,কর্মকর্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত