ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইইউ’র নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ

ইইউ’র নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশসহ সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। এই তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য ইইউতে আশ্রয় পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত তালিকার এসব দেশের নাগরিকদের ইইউতে আশ্রয় লাভ কঠিন করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ জোরদারের লক্ষ্যে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইইউ বলছে, এই পদক্ষেপের মাধ্যমে এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে। পাশাপাশি তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা যাবে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে- কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া।

তবে, তালিকাটি এখনও চূড়ান্ত নয়। এটি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন লাগবে। অনুমোদন পেলে এটি আশ্রয়প্রার্থীদের জন্য একটি বড় পরিবর্তন হয়ে দাঁড়াবে।

ইইউর অভিবাসন কমিশনার ম্যাগনার ব্রুনার জানান, ‘অনেক সদস্যদেশ আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় জটিলতায় পড়ছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আমরা এগিয়ে নিতে চাই।’

কমিশনের মতে, ‘নিরাপদ দেশ’ হিসেবে চিহ্নিত দেশের নাগরিকরা সাধারণভাবে নির্যাতনের শিকার হন না বা সংঘাতপূর্ণ পরিবেশে থাকেন না। তাই এসব দেশের আশ্রয়প্রার্থীদের আবেদন অধিকাংশ সময়েই অনুমোদিত হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে এসব আবেদনের প্রাথমিক যাচাই দ্রুত শেষ করা সম্ভব হবে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা বলছে, এটি অনেক প্রকৃত শরণার্থীকে সুরক্ষা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করতে পারে।

সূত্র: এএফপি

আবা/এসআর/২৫

নিরাপদ,বাংলাদেশ,ইইউ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত