রাজধানী ঢাকাসহ সারাদেশে দুপুর ৩টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকা ও অনিরাপদ জায়গায় অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিন ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) ওপরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নাগরিকদের যথাযথ ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
এক ফেসবুক পোস্টে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে তিনি জানান, রেকর্ড পরিমাণ বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, দুপুর ৩টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবনের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা পরবর্তীতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবা/এসআর/২৫