পুনরায় যাতে দেশে ফ্যসীবাদী শাসন প্রতিষ্ঠিত না হয় এটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এসব কথা বলেন তিনি।
ড. আলী রিয়াজ বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এসব কথা বলার সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠকে মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।