ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে জানানো হয়, সদ্য প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় সকাল ৯টা এবং গ্রিনউইচ মান সময় অনুযায়ী সকাল ৮টায় এ অনুষ্ঠান শুরু হবে।

দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছেন।

তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

প্রধান উপদেষ্টা,অন্ত্যেষ্টিক্রিয়া,পোপ ফ্রান্সিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত