ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কাতার থেকে ভ্যাটিকানের পথে প্রধান উপদেষ্টা

কাতার থেকে ভ্যাটিকানের পথে প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন তিনি।

ইতালির রোমে ড. ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখানে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস।

পরদিন রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

কাতার,ভ্যাটিকান,প্রধান উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত