সারাদেশে করোনাভাইরাসে (কোভডি-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮১ জন।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ২৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৩০ জন মারা গেছেন, এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার।