কে বলেছে আইন সবার জন্য সমান?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২০, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

কে বলেছে আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান হলে কেনো আমাদের বোন ফাতেমাকে বিচারের জন্য রাস্তায় বসতে হচ্ছে। তার সঙ্গে স্পষ্টত ঘটে যাওয়া অপরাধের বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে?

সিলেটে গ্রেফতার হয়, নোয়াখালীতে গ্রেফতার হয়, ঢাকায় কেনো গ্রেফতার হয় না? তার মানে কেউ কেউ আইনের ঊর্ধ্বে? আর আপনারা যারা ধর্ষণের বিচার চেয়ে শাহবাগ প্রকম্পিত করছেন তারা কেনো এ ব্যাপারে চুপ?

এত নির্লজ্জ হিপোক্রেসি করেন কী করে? আপনাদের খুব বেশি দূরত্বে ফাতেমা বসে নাই পারলে পাশে দাঁড়িয়ে তার বিচারের জন্য আওয়াজ তুলুন-তো!

লেখাটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন-এর ফেসবুক থেকে নেয়া।

 

কে বলেছে আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান হলে কেনো আমাদের বোন ফাতেমাকে বিচারের জন্য রাস্তায় বসতে হচ্ছে। তার সঙ্গে...

Posted by S.M. Jakir Hossain on Friday, October 9, 2020