ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

হিন্দু ব্রাহ্মণের বাসায় জায়নামাজ ও তাসবিহ!

হিন্দু ব্রাহ্মণের বাসায় জায়নামাজ ও তাসবিহ!

আজ পারিবারিক সম্পর্কের টানে গিয়েছিলাম খান্দানি এক ব্রাহ্মণের বাসায়। আলাপচারীতার সময় হঠাৎ বলেউঠলেন কামাল তুমিতো এখন নামাজ পরো।

আমি বল্লাম জী, তখন বললেন আর নামাজ ছাড়বানা। এখনতো নামাজের সময় তুমি কি নামাজ পড়বা?

বললাম বাসা গিয়ে পড়বো।

তখনই তিনি উঠে একটি জায়নামাজ ও একটি তসবিহ এনে দিলেন। রয়েছে নামাজের একটি ছোট চকিও।

বললেন আগে নামাজ পড়ে নাও, তারপরে খাবো।

আমিতো অবাক, তবে ব্রাহ্মণের বাসায়ই যোহরের নামাজ আদায় করলাম। জায়নামাজে ভালো আতরের সুগন্ধ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম কাকা আপনারা নামাজের সব কিছু রেখেছেন?

তিনি বললেন হ্যাঁ রেখেছিতো আরো অনেক আগে থেকেই। কারও নামাজের সময় হলে নামাজ পড়েন।

বি. দ্র.- এমনিভাবে কয়জন হিন্দু বা মুসলিম নামাজের ব্যবস্থা করে রেখেছেন? তাও আবার হিন্দু ব্রাহ্মণের বাসায়।

আমরা সবাই মানুষ। এক আল্লাহর বান্দা। ইবনে বনি আদম।

লেখাটি সাংবাদিক কামাল চৌধুরীর ফেসবুক থেকে নেয়া।

তাসবিহ,জায়নামাজ,হিন্দু ব্রাহ্মণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত