ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় ২৪ ডিসেম্বর পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিএনপিকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার আহ্বান জানান।
তিনি বলেন, 'আমাদের জাতীয় কাউন্সিল একই দিনে হওয়ায় অনুগ্রহ করে ২৪ ডিসেম্বরের গণ মিছিল কর্মসূচি প্রত্যাহার করুন। সংঘাত উস্কে দেবেন না।'
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন, দলটি গণমিছিল কর্মসূচি ২২ ডিসেম্বরে এগিয়ে নিতে পারে বা স্থগিত করতে পারে।
মিছিলের নতুন তারিখ গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য বামপন্থী দলগুলোর একযোগে মিছিল কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।
২৪ ডিসেম্বরও জামায়াতে ইসলামীর গণসমাবেশ করার কথা ছিল।