ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

আজ বিএনপির গণমিছিল

আজ বিএনপির গণমিছিল

পূর্বনির্ধারিত বিএনপির গণমিছিল আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর রাজধানীতে শুরু হবে।

রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মূল মিছিল শুরু হবে। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ গণমিছিলের সম্মুখে থাকবে জাতীয়তাবাদী মহিলা দল। তারপর জাতীয়তাবাদী ছাত্রদল। এভাবে একে একে মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাসাস এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

গণমিছিল বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৩টি ভাগে মিছিল নিয়ে সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এরই মধ্যে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যরা সংশ্লিষ্ট স্পটে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিএনপির গণমিছিলের মূল ট্রাকে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

সার্বিক সহযোগিতা ও সমন্বয় দায়িত্বে থাকবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বেনজীর আহমেদ টিটো, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, বেলাল আহমেদ, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব।

বিএনপি,গণমিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত