ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতার্তদের পাশে ডেইজি সারোয়ার 

শীতার্তদের পাশে ডেইজি সারোয়ার 

পৌষের শীত তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত। কোথাও কোথাও কুয়াশা যেন শরীর ভিজিয়ে দিচ্ছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ কষ্টে জর্জরিত। শীতে আবাসহীন ছিন্নমূল মানুষের কষ্ট যেন দুর্ভিক্ষের গল্পকেও হার মানায়। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।

শুক্রবার ও শনিবার রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল। নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই সাবেক প্যানেল মেয়র। শীত নিবারনের একটি মাধ্যম পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষগুলোর মুখে। আর কুয়াশার চাদরে ঢাকা শহরে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোকে কিছুটা প্রশান্তি দিতে পেরে ডেইজি বললেন, ' আলহামদুলিল্লাহ।'

ঢাকা মেইল্কে ডেইজি জানান, তিনি মোহাম্মদপুরের স্থায়ী বাসিন্দা। সে সুবাদে প্রতি বছরই স্থানীয় দরিদ্র ও শীত পিড়িত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেন তিনি। বিষয়টিকে নিজের দায়িত্ব হিসেবেই দেখেন তিনি।

এবার শীতের তীব্রতা অন্যান্য সময়ের চাইতে বেশি। তাই অন্যান্য কাজ ফেলে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে জানান যুব মহিলা লীগের সভাপতি।

ডেইজি বলেন, 'দোয়া করবেন আমার জন্য। আল্লাহতাআলা আমাকে আমার সাধ্যমতো চেষ্টা করার তৌফিক দান করেন। আগেও ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।'

এ সময় সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যারা চার দেয়ালে ঘেরা ছাদের নীচে রাতে ঘুমান। তাদের অনুরোধ করবো, যে যে যার যার স্হান থেকে যতটুকু যেভাবে পারেন, যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের সহোযোগিতা করেন।'

ডেইজি যখন শীতবস্ত্র বিতরণ করছিলেন, তখন রাজধানীর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হু হু করে বাতাস বইছে। শীতে গায়ে কাপুনি উঠলেও একটা কম্বল কেনার সাধ্য যাদের নেই, সেই মানুষগুলো কম্বল উপহার পেয়ে বেজায় খুশি। তাদের অনেককেই দেখা গেছে ডেইজির মাথায় হাত বুলিয়ে দোয়া করতে। বয়সের ভারে নুয়ে পড়া প্রবীণ এক নারী জড়িয়ে ধরেন তাকে।

এ বিষয়ে জানতে চাইলে আলেয়া সারোয়ার ডেইজি বলেন, 'উনারা যখন আমার মাথায় হাত দিয়ে, জড়িয়ে ধরে দোয়া করেন, তখন মনে হয় আমি পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার পেয়েছি।'

আলেয়া সারোয়ার ডেইজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত