ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কারাগারে জামিনের নথি, মুক্তির অপেক্ষায় মির্জা ফখরুল-আব্বাস

কারাগারে জামিনের নথি, মুক্তির অপেক্ষায় মির্জা ফখরুল-আব্বাস

আজই মুক্তি পেতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। ইতোমধ্যে হাইকোর্টে তাদের জামিন আদেশ কপি হাতে পেয়েছেন আইনজীবীরা। সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, হাইকোর্টের জামিন আদেশের কপি আইনজীবীরা হাতে পেয়েছেন। তারা জামিনের কপি নিয়ে কেরাণীগঞ্জ কারগারে আছেন।

খবর মিলেছে, ইতোমধ্যে কারাগারের সামনে অবস্থান করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যসহ নেতাকর্মীরা

এর আগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হওয়া নাশকতার মামলায় কারাবন্দি বিএনপির শীর্ষ দুই নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। রবিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এএম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল ও সগীর হোসেন লিয়ন।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর ৮ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে সাদা পোশাকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত