ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না: চরমোনাই পীর

ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এক বক্তব্য প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানোর কোনো শক্তি নেই। এ ধরনের বক্তব্য সরসারি ইসলামবিরোধী। তিনি বলেন, নমরুদ, ফেরাউন সবচেয়ে বেশি ক্ষমতাধর শাসক ছিল, কিন্তু তাদেরও ইতিহাসের ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছে। কাজেই ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না।

রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সকালে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মুহাম্মদ আমিনুল ইসলামকে সভাপতি, আবদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা খলিলুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে দলের আমির চরমোনাই পীর। সম্মেলনে ১৮ দফা প্রস্তাবনা দেওয়া হয়।

দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে চরমোনাই পীর বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সিলেবাসে ডারউইনের থিওরি নাস্তিকবাদী ও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই মুসলমানের শিক্ষাব্যবস্থা বলা যায় না। তিনি শিক্ষা ধ্বংসের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। বলেন, অন্যথায় সর্বত্র আন্দোলন গড়ে উঠলে সরকারের জন্য কল্যাণকর হবে না।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল হক আজাদ, মাওলানা ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান ও আমিরুজ্জামান পিয়াল প্রমুখ।

ইসলামী আন্দোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত