বগুড়ায় উপ-নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে: সুজিত রায় নন্দী

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:৪৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বগুড়ার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।

গতকাল বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপ-নির্বাচনে  নৌকা মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয় করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে বগুড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

মতবিনিময় সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি, সদস্য  নির্মল কুমার চ্যাটার্জী, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপু প্রমুখ।