রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২০:৩৩ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ
বিএনপির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে আশুগঞ্জ মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
জানা গেছে, রুমিন ফারহানা সম্প্রতি আশুগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক সেমিনারে উপনির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেন। এ জন্য শুক্রবার দুপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব তোলেন নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপনির্বাচনের সময়কাল পর্যন্ত রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘উপনির্বাচন প্রতিহত, বানচাল বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির চক্রান্ত প্রতিহত করবে।’
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহর মিয়া, সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ প্রমুখ।