ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহব্বুুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবার সর্বদা সোচ্চার থাকতে হবে। ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার প্রদান করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (.) সর্বদাই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেছেন। আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করেই শ্রমিকের অধিকার রক্ষা করতে ভূমিকা রাখতে হবে

এর আগে গত ১৪ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কাউন্সিল থেকে আলহাজ্ব আমিনুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব আবদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং আলহাজ্ব খলিলুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে কমিটির প্রধান তিনজনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। পরে তাদের আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়

শ্রমিক আন্দোলন,কমিটি গঠন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত