রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের’ উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতন্ত্র হত্যা দিবস পালন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জোটের সহকারি সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মোঃ মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মোঃ শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাড়াও বাংলাদেশের সাধারণ সম্পাদক আল-আমিন, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি জিএম মুজিবুর রহমান সবুজ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম, দেশরক্ষা মানুষ বাচাঁও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মোঃ ওমর ফারুক সেলিমসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।