বিএনপি-জামায়াত ক্ষমতা ভোগ করলেও দেশের উন্নয়ন করেনি বলে মন্তব্য করেছেন যুবলীগের নেতারা। তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে তারা দেশের উন্নয়ন করেনি। তারা নিজেরা সমৃদ্ধশালী হয়েছে, জনকল্যাণে কাজ করেনি। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেনি৷
আজ যাত্রাবাড়ী মোড়ে গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
যুবলীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে ফিরে মানুষের কল্যাণে কাজ শুরু করেন। আজকে তার হাত ধরে দেশ বিশ্বে মর্যাদার আসনে উপনীত হয়েছে। দেশকে অন্ধকার থেকে আলোর তিনি পথে নিয়ে এসেছেন। দেশের সকল সেক্টরের উন্নয়ন করেছেন। দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, গৃহহীনকে ঘর দিয়েছেন, দেশের মানুষকে সম্পূর্ণ ফ্রিতে করোনার টিকা দিয়েছেন।
তারা আরও বলেন, দেশের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী চক্র নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের উন্নয়ন চায় না, মানুষের কল্যাণ চায় না। আজকে যুবলীগ বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলা রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি কামালউদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মনজুরুল আলম শাহীন, কেন্দ্রীয় যুবলীগের উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্দ, সহ-সম্পাদক-এহেতেশাম রুমি, কার্যনির্বাহী সদস্য এ বি এম আরিফ, মুজিবুর রহমান মুজিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি - সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, আবু সাইদ মোল্লা, সৈয়দ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলীল মারুফ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহাজালাল রিপন প্রমুখ।