ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি : কাদের

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এই কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সাথে পাল্টাপাল্টি নয়।

আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। তারেক রহমান মানি লন্ডারিংয়ে দণ্ডিত।

কাদের প্রশ্ন ছুড়ে বলেন, সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে, তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো?

তিনি বলেন, তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে।

ওবায়দুল কাদেরের অভিযোগ— বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের ঘরে ঘরে যেতে হবে টিম ওয়ার্কের মাধ্যমে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে করে যাবে মাঝে মহাসমাবেশও হবে।

১১ মার্চ ময়মনসিংহ, ১৮ মার্চ বরিশাল মহাসমাবেশ হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ,ওবায়দুল কাদের,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত