আমরা চাই জনগনের ভোটাধিকার নিশ্চিত হোক : জিএম কাদের
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোন বিষয় না। আমরা চাই জনগনের ভোটাধিকার নিশ্চিত হোক।
তিনি বলেন, কারো দয়া-দাক্ষিণ্যে এমপি- মন্ত্রী হলে তাতে কোন সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মন। প্রজাতন্ত্র হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিরা দেশের মালিকদের (সাধারণ জনসাধারন) ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালা করবেন। সাধারণ মানুষের ইচ্ছেমত প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তীতে দেশের মালিকরা যেনো নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, সকল মানুষ সব অধিকার সমান ভাবে ভোগ করবে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যমাপুর-কমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এসময় আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৪ আসনের জনগণকে আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
জিএম কাদের বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। স্বস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই, দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে। সেজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ১১ বছর অতিবাহিত হলো এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার হয়নি। ১১ বছরে ৯৫ বার তারিখ পরিবর্তন হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট দিতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। দেশের মানুষ সাগর-রুনী হত্যার বিচার দেখতে চায়।
তিনি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঘতকরা চিহ্নিত হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করা হবে। ১১ বছর অতিবাহিত হলো দেশের মানুষ জানতে পারলো না, কেন বা কারা এই নির্মম হত্যাযজ্ঞ ঘটালো। সাগর-রুনী হাত্যাকান্ড কী সাংবাদিকদের জন্য সতর্কবার্তা ? এতবড় হত্যান্ডের বিচার হচ্ছে না অথচ কারো যেনো জবাবদিহিতা নেই। সাগর-রুনী হত্যাকান্ডের বিচারে দায়িত্বহীনতার দায় কেউ এড়াতে পারবে না। দেশের মানুষ মনে করছে, প্রভাবশালী একটি মহল সাগর-রুনী হত্যা মামলা প্রভাবিত করছে। সাধারণ মানুষের ধারনা, সত্য ফাঁস হয়ে যাবে সেই ভয় থেকেই সাগর-রুনী হত্যার বিচার হচ্ছে না। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আরো সাহসী হয়ে সত্য তুলে ধরুন। সাগর-রুনী হত্যার বিচার হতেই হবে।
তিনি আরও, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হলো কিন্তু জড়িতদের শাস্তি হলো না। তিনি বলেন, গণমাধ্যমের একটি রিপোর্টে অন্তত ১৩ জন বাংলাদেশীর নাম উঠে এসছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ডলার চুরির অভিযোগে অভিযুক্তদের কারো কারো প্রমোশন হয়েছে, অবারো কেউ কেউ ইতোমধ্যেই অবসরে চলে গেছেন। ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র দেড় কোটি ডলার ফিরিয়ে আনা হয়েছে বাকি টাকা কবে দেশে আসবে তা কেউ জানে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃশ্যমান কোন উদ্যোগ নেই। ডলার চুরির ঘটনা ৩৮ দিন কেন গোপন রাখা হলো ? বাংলাদেশ ব্যাংকের তখনকার গভরনর কেন এর ব্যাখা দিলেন না ? ডলার চুরির দায় তিনিও এড়াতে পারেন না।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি। আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। দুষ্টের দমন আর শিষ্টের লালন এর পরিবর্তে এখন শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। দুর্নীতি, দুঃশাসন, দলবাজী, টেন্ডারবাজী প্রতিরোধ করতেই আমাদের রাজনীতি। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তরন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয় আর টেন্ডারবাজী, চাঁদাবাজী, দলবাজী, দুর্ণীতি ও দুঃশাসন চলতেই থাকে তাতে দেশের মানুষের কোন উপকার হবে না। নির্বাচনের মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ সিমাহীন কষ্টে আছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ এখন আর মাংস কিনতে পারে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সাধারণ মানুষ মাছ কিনতেও পারবে না। নিত্যপণের দাম বৃদ্ধির কথা উঠলেই সরকারের পক্ষ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলা হচ্ছে। অনেক দেশের উদাহরণ দিয়ে বলা হচ্ছে, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে। কিন্তু সেব দেশের মানুষকে সেদেশের সরকার নগদ টাকা সহ বিভিন্ন ভাবে সহায়তা করছে। বিভিন্ন দেশের সাধারণ মানুষকে বাঁচাতে রেশনিং এর ব্যবস্থা করা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ব্যায়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, অথচ সামান্য কিছু টাকা ব্যায় করলেই রেশন কার্ড এর মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহের মাধ্যমে দেশের মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব।
তিনি বলেন, সিরিয়া-তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ২৫ হাজার মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
বাংলাদেশও মারাত্মক ভূমিকম্প ঝঁকিতে আছে। অথচ, ভবন নির্মানে বিল্ডং কোড মানা হচ্ছে না। ঘুষের মাধ্যমে ছাড়পত্র দেয়া হচ্ছে। দুর্ণীতির কারনে দেশের কোটি কোটি মানুষের জীবন মারাত্মক ঝুকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে। কোটি কোটি মানুষের জীবন চরম ঝুকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে, অথচ কারো যেনো কিছুই করার নেই।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন ববলা এমপি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কন্ঠরোধ করা যাবে না। মামলা-হামলা মোকাবেলা করেই জাতীয় পার্টি এগিয়ে চলবে। তিনি বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েই চলছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে সাধারণ মানুষ তা মেনে নেবে না। রমজানের আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। যারা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যমূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আহবান জানান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
শ্যামপুর কদমতলী থানা আয়োজিত আজকের কর্মী সমাবেশে জাপা কেন্দ্রীয় নেতা সুজন দের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান, সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, শরফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ আবু তৈয়ব, মাসুক রহমান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল, শাহনাজ পারভীন, ইব্রাহিম আজাদ, কেন্দ্রীয় এডভোকেট আবু ওয়াহাব, আরিফুল ইসলাম রুবেল, মাহবুবুর রহমান খসরু, কাওসার মোল্লা, জহির উদ্দিন লিটন, মেহবুব হাসান, ইব্রাহিম খাঁন জুয়েল, শাহ ইমরান রিপন প্রমূখ।