ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমার বোন ভালোভাবে দেশ চালাতে পারছেনা: কাদের সিদ্দিকী

আমার বোন ভালোভাবে দেশ চালাতে পারছেনা: কাদের সিদ্দিকী

বাজারের প্রতিটি জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়েছে। সাধারণ মানুষ তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় আমার বোন (শেখ হাসিনা) ভালোভাবে দেশ চালাতে পারছেনা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের সমালোচনা করে এসব কথা বলেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় কাদের সিদ্দিকী, 'বর্তমান বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল' সম্প্রতি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদ করে বলেন, তাহলে আপনি (মির্জা ফখরুল) পাকিস্তান চলে যান। তিনি ওই সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়েরও সমালোচনা করেন।

কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা কমিটির সহঃসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি রানা সিকদার প্রমুখ।

দ্রব্যমূল্য,ঊর্ধ্বগতি,সরকার,সমালোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত