ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে ডেমরায় উঠান বৈঠক

শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে ডেমরায় উঠান বৈঠক

জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজধানীর ডেমরায় উঠান বৈঠক শুরু করেছেন ঢাকা-৫ আসনের প্রয়াত চারবারের এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

আজ বিকালে ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ডের রসুল নগর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌখায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মশিউর রহমান মোল্লা সজল বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান তিনি। সজল বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সারুলিয়া ইউনিয়নের (সাবেক) ৬নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবালের সঞ্চালনায় ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলেিগর সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাথী আজমত আলী, সারুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার জসিম উদ্দিন ও নাসির উদ্দিন, ডেমরা থানা কৃষক লীগের সভাপতি ইসমাইল, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসলাম মিয়া প্রমূখ। এরআগে রসুল নগর এলাকায় আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল।

বঙ্গবন্ধু,ডেমরা,উঠান বৈঠক,উন্নয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত