মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, আপনারা শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছেন, নতুন প্রজন্মকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। দারিদ্রতা দূর করতে, ক্ষুধা দূর করতে, যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করতে। সে লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করে চলছি। ইতোমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা না থাকলে যা কিছু ভালো দেখছেন সব ভালো ধ্বংস হয়ে যাবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য নান্দুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, কি সুন্দর একটা পরিবেশ, রাম রহিমের পরিবেশ, এ পরিবেশটা যেন ধ্বংস না হয় এটা আপনারা মনে রাখবেন। আর আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। ওয়াদার বরখেলাপ করিনি। এই সুন্দর বাংলাদেশকে ধরে রাখতে হলে, মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গমাতা বেকুটিয়া সেতু, কর্ণফুলী টানেল, ঢাকায় পাতাল টানেল, অসহায় গরীব মানুষদের প্রত্যেককে ২ শতাংশ জমিসহ বাড়ি করে দেওয়া, গ্রামে গ্রামে বিদ্যৃৎ পৌঁছে দেওয়া, ত্রানের টাকা পৌঁছে দেওয়া, বছরের প্রথম দিনেই বিনামূলে বই পৌঁছে দেওয়া, এরকম কাজ যদি ধরে রাখতে হয় তা হলে শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কায় আবারও আপনাদের ভোট দিতে হবে, এটাই আমার চাওয়া।
এর আগে নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও সুটিয়াকাঠী ইউপি অফিস গৌরঙ্গের বাজার ভায়া নান্দুহার বাজার সড়কে আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে নারী উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জুড়ি নেই উল্লেখ করে মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি আরও বলেন, আজকের এ কোমলমতি মেয়েরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। তাদেরকে সততা ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষা প্রদান করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন মাদকাসক্ত ও বিপথে যেতে না পারে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মাহমুদ কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ, মোঃ আঃ হামিদ, ডাঃ মাকসুদুর রহমান, মোঃ রুহুল আমিন আসীম ও নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ও মধ্য নান্দুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মারজিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, ওসি আবির মোহাম্মদ হোসেন, পিরোজপুর সদর উপজেরা ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।