‘মির্জা ফখরুলের হৃদয়ে পাকিস্তান, বুকে আইয়ুব খান’
প্রকাশ : ০৪ মে ২০২৩, ২১:২৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কোন অর্জন চোখে দেখেন না। কারণ মির্জা ফখরুলের হৃদয়ে পাকিস্তান, তার বুকে আইয়ুব খান-ইয়াহিয়া খানের ছবি। যার কারণে বাংলাদেশের মানুষের উন্নয়নের চিত্র তিনি দেখতে পান না।
যেখানে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে সফর একটি সফল কূটনৈতিক সফর। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোন অর্জন দেখতে পাচ্ছেন না। মির্জা ফখরুলের এ আচরণ 'চোখ থাকতে অন্ধ'র আচরণ বলে মন্তব্য করেছেন এস এম কামাল হোসেন।
বৃহস্পতিবার টঙ্গি কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।
এসময় এস এম কামাল হোসেন বলেন, মির্জা ফখরুলের হৃদয়ে হচ্ছে পাকিস্তান । মির্জা ফখরুলের হৃদয়ে হচ্ছে গোলাম আজম-মুজাহিদ। মির্জা ফখরুলের হৃদয়ে ছবি হচ্ছে আইয়ুব খানের, ইয়াহিয়া খানের। আর তাদের প্রতিনিধি জিয়াউর রহমান। মির্জা ফখরুলের হৃদয়ে পাকিস্তানের এজেন্ট, যে আইএসআইয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশকে জঙ্গিবাদের দেশে পরিণত করতে চায়- সেই তারেক জিয়ার ছবি।
বিশ্বব্যাংক-আইএমএফ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে অর্থনীতির মডেল বলছে। তখন বিশ্ব ব্যাংক কার্যালয় ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের শীর্ষ প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশের কোনো ‘অর্জন হয়নি’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জেরে আওয়ামী লীগের এ সংগঠনিক সম্পাদক এ কথা বলেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার ইংল্যান্ডের রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে যুক্তরাজ্য পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন তুলে ধরে এস এম কামাল হোসেন বলেন: ওয়াল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলছেন শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের মডেল হওয়া উচিত। বিশ্বব্যাংক ১ কোটি ২ কোটি নয়, প্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা পাঁচটি প্রকল্পে অনুদান দিচ্ছে। এত বড় চুক্তি বিশ্বের কোনো দেশের সঙ্গে বিশ্বব্যাংক করেনি বলে এসময় মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক তাদের ভুল বুঝতে পেরেছে জানিয়ে তিনি বলেন: যে বিশ্ব ব্যাংককে খালেদা জিয়া-বিএনপি মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে ছিলো। বলেছিলো, বাঙালির স্বপ্ন, বাঙালির আকাঙ্খা- স্বপ্নের পদ্মাসেতু দুর্নীতি হয়েছে বলেছিলো। বিশ্বব্যাংক টাকা ফেরত নিলো। কানাডার আদালতে মামলা হলো, তা মিথ্যা প্রমাণিত হলো। কিন্তু আমার আপনার প্রিয় নেত্রী বাপের বেটি শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপি তো বলেছেই, বিএনপি ঘরনার অনেক বুদ্ধিজীবী বলেছিলেন বাংলাদেশে আর পদ্মাসেতু হবে না। বড় পত্রিকা তারাও হেড লাইন করলেন পদ্মাসেতু আর হচ্ছে না। কিন্তু বাপের বেটি শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন পদ্মা সেতু হবে। তিনি পদ্মা সেতু করে দেখিয়েছেন। এখন বিশ্বব্যাংক তাদের ভুল বুঝতে পেরেছে। যে তারা দুষ্টু লোকের কথা ভুল সিদ্ধান্ত নিয়েছিলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর স্কেচ তুলে দিয়ে প্রমাণ করেছেন বাঙালিরা পারে, এই যে আমাদের সফলতার প্রতীক বলে মন্তব্য করেন এস এম কামাল হোসেন।
এসময় তিনি জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা মির্জা ফখরুলদের চোখে না পড়লে পত্রিকায় চোখ রাখার পরামর্শ দেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বক্তব্যের উদ্ধৃতি টেনে বলেন, বাংলাদেশ-জাপান এখন কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। সফরে ব্যবসায়ীদের সঙ্গে ১১টি স্মারক চুক্তি হয়েছে। আগামী ৫০ বছর বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ গড়তে জাপান আমাদের কথা দিয়েছে সহযোগিতা করবে।
এসময় তিনি আসছে ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানকে জয় যুক্ত করার আহ্বান জানান। সেই সঙ্গে গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্পাতকঠিন দৃঢ় ঐক্যের জন্য ধন্যবাদ দেন। তারা দেখাতে চাই আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই। এই যে হাজারো উপস্থিতি আপনাদের কী মির্জা ফখরুলরা জনগণ মনে করেন না! গাজীপুর সিটি নির্বাচন ভোটে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহীত করতে নেতা-কর্মীদের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান এস এম কামাল হোসেন।