ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাপার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালে তার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুর উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদের এমপিকে অভিনন্দন জানিয়েছেন।

জেলা জাতীয় পার্টির সদস্য মাসুদ রানা জানান, কাজী আশরাফ সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বাসাইল-সখীপুর উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। দুটি উপজেলারই দলীয় কার্যালয় পরিচালনা, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন।

ভাইস চেয়ারম্যান,বহিষ্কারাদেশ,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত