‘বিএনপি নেতাদের সাজা দিতে মামলার তালিকা প্রস্তুত করছে সরকার’

প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৫:০২ | অনলাইন সংস্করণ

দলের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে পুরানো মামলায় সাজা দেওয়ার জন্য সরকার প্রচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মঙ্গলবার (৯ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের অর্থ ব্যয় করে আইন মন্ত্রণালয়ে মামলার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব হীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকার তথা সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশে উদ্ভূত পরিস্থিতির সকল দায় সরকারকেই বহন করতে হবে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সারাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ঐক্যবদ্ধ হয়েছেন। সরকারের কোন ধরনের ষড়যন্ত্র, দমন, প্রলোভন এই আন্দোলনকে বিভ্রান্ত, বাধাগ্রস্ত করতে পারবে না। তাই সময় থাকতেই জনগণের মনোভাব বুঝে বিএনপি ঘোষিত ১০ দফা মেনে নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে।’