ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আওয়ামী লীগই ভোটের অধিকারের সুরক্ষা দেবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগই ভোটের অধিকারের সুরক্ষা দেবে: প্রধানমন্ত্রী

মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকারের সুরক্ষা দেবে।

বুধবার (০৭ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, কেউ ভোটাধিকার কেড়ে নিলে জনগণ ছেড়ে দেয় না, খালেদা জিয়া তার প্রমাণ। বিএনপি ভোট চোর নয়, ভোট ডাকাত।

২০১৩-১৪’র মতো বিএনপি যেন আর জ্বালাও-পোড়াও না করতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জ্বালাও-পোড়াও করে অগ্নি সন্ত্রাস করলে বিএনপি মার্কিন ভিসা পাবে না।

তিনি আরও বলেন, বিদেশি যতই চাপ আসুক, দেশের মানুষ নতি স্বীকার করবে না।

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের এ দেশ থেকেই পাকিস্তানি শাসকরা সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করে। আমাদের এ দেশের মানুষ শোষণ বঞ্চনার শিকার হয়। বঞ্চিত মানুষের ভাগ্য গড়ার জন্যই ছয় দফা ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ,প্রধানমন্ত্রী,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত