ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে চরম বিশৃঙ্খলা দেখা গেছে। মূল সমাবেশ শুরুর আগেই দুই দফা চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পরে কেন্দ্রীয় ও মহানগর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পৌনে চারটায় প্রথম দফা এবং সোয়া চারটায় দ্বিতীয় দফায় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সমাবেশে এই বিশৃংখলা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটায় সমাবেশ হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিতে থাকেন। পৌনে চারটার দিকে সমাবেশস্থলে আসেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় যুবলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, এর কিছুক্ষণ পরেই সমাবেশের মধ্যস্থলে হঠাৎ করেই বিশৃঙ্খলা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পৌনে চারটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল বক্তব্য শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এ সময় মঞ্চ থেকে নেতারা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। এরপর দ্বিতীয় দফায় সোয়া চারটার দিকে ফের বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় আবারও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য নেতাকর্মীদের মাঝেও। তারাও যে যার মতো ছোটাছুটি শুরু করেন।
এদিকে সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা সাংবাদিকদের বসার চেয়ার ও টেবিল পা দিয়ে মাড়িয়ে ব্যবহার অনুপযোগী করে তুলে। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবাইকে শৃঙ্খলা মেনে শান্ত থাকার অনুরোধ করেন। মঞ্চের একেবারে কাছে এসে স্লোগান দিতে থাকায় নেতাকর্মীদের ধমক দেন তারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য রাখতে গিয়ে সাবইকে শান্ত হওয়ার অনুরোধ জানান।
এর আগে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।