গণঅধিকার পরিষদের নেতৃত্বে নুর-রাশেদ
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৮:৩৮ | অনলাইন সংস্করণ
গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের মুহাম্মদ রাশেদ খান।
সোমবার (১০ জুলাই) রাতে প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার উপস্থিত ছিলেন।
নির্বাচনে দলের উচ্চতর পরিষদ জয়লাভ করে। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হানিফ। এছাড়া নির্বাচিত বাকি সদস্যরা হলেন- শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিল ২১৬ জন। আর মোট প্রার্থী ছিলেন ১৮ জন। এরমধ্যে উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। আর ভোট পড়েছে ৮৩টি। এরমধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮১টি। বাকি দুইটি ভোট বাতিল হয়েছে।