ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদযাত্রার দ্বিতীয় দিনে আব্দুল্লাহপুরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা 

পদযাত্রার দ্বিতীয় দিনে আব্দুল্লাহপুরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা 

বিএনপিসহ ৩৬ দলের দুইদিন ব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিনে পদযাত্রা করতে আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে সকাল থেকে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

সকাল ১০টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ। বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা আয়োজিত হচ্ছে। রাজধানীর রামপুরা ব্রীজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন। এ সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- কুড়িল বিশ্বরোড- নতুনবাজার- বাড্ডা- রামপুরা ব্রিজ- মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও- বাসাবো- মুগদা- সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে।

বিএনপি,পদযাত্রা,নেতাকর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত