ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ভেতরে কোনো ধরনের গ্রুপিং বা কোন্দল যেন না থাকে সে লক্ষ্যে তৃণমূলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এ বিশেষ বর্ধিত সভায় দলটির তৃণমূলের হাজারো নেতা যোগ দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভায় দলটির সভাপতি শেখ হাসিনা সারাদেশের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে সকাল ৯টা থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

আওয়ামী লীগ,সভা,গণভবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত