বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের বিরুদ্ধে ভুয়া বিবৃতি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি ছড়ানোর অভিযোগ ওঠেছে। বিএনপি’র নেতাকর্মীদের মনে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই ভুয়া বিবৃতি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীদের মনে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্য নিয়ে গতকাল (২ সেপ্টেম্বর) আমার স্বাক্ষর জাল করে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে- যা সম্পূর্ণরূপে বানোয়াট, ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
প্রেস বিজ্ঞপ্তিটিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে তাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং আবু জাফর শামসুদ্দিন দিদারকে শায়রুল কবির খানের স্থলাভিষিক্ত করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের মিথ্যা ও কল্পনাপ্রসূত বক্তব্য প্রচারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।